ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কুমিল্লাতেই ট্রফি বুঝে পেলো মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
২৪ মে ২০২৫, শনিবার
mzamin

তিন ম্যাচ বাকি রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। গতকাল কুমিল্লায় ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র শেষে নিশ্চিত হওয়া প্রিমিয়ার লীগের শিরোপা বুঝে পেয়েছে মোহামেডান। এদিন খেলা শেষে নতুন টি শার্ট পড়েন ফুটবলাররা। কোচও তার গায়ে জড়িয়েছিলেন বিশেষ সেই টি শার্ট। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। এতেই শেষ নয়, ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। ক্লাবের বিদেশি ফুটবলাররা নিজ নিজ দেশের পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন। ধর্মসাগর তীরে সাদা কালো জার্সিধারীদের এমন রঙিন উৎসব দেখলেন কুমিল্লাবাসী। দেশের পেশাদার ফুটবল পেল নতুন  চ্যাম্পিয়ন নতুন রাজা মোহামেডানকে।

২৩ বছর পর লীগ শিরোপার স্বাদ পেলো মোহামেডান। আর পেশাদার ফুটবল লীগ শুরুর পর এটা তাদের প্রথম শিরোপা। আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় হয়তো শেষ দুই ম্যাচে ঢিলেঢালা ভাব চলে আসে মোহামেডানের খেলায়। আগের ম্যাচে দুই গোলে এগিয়েও রহমতগঞ্জের কাছে তারা হার দেখে ৪-৩ গোলে । কাল জিততে জিততেও ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাদা কালো জার্সধারীরা। তবে এতে আনন্দে একটুও কমতি ছিল না মোহামেডানের ফুটবলারদের। গলায় পদক ঝুলিয়ে হাতে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস ছিল চোখে পড়ার মতোই।  এদিন খেলা শেষে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।
ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তেকাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলরক্ষক কোচ সাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম। জাতীয় দলে ৩০টি ম্যাচ খেলেছেন আশরাফুল।

লীগে সর্বোচ্চ গোলদাতার দৌঁড়ে ভালভাবেই টিকে রয়েছেন মোহামেডানের অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। ১৭ রাউন্ড শেষে তার গোলসংখ্যা ১৫টি। যদিও দুই গোল বেশি নিয়ে তার থেকে এগিয়ে রয়েছেন রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। সুলেমানের সামনে একটি (বৃহস্পতিবার ফকিরেরপুল) এবং বোয়েটেংয়ের বাকি আছে দুটি ম্যাচ ( আজ ঢাকা আবাবহনী ও বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ)।  

কুমিল্লায় ম্যাচের শুরু থেকেই গা ছাড়া ভাব ছিল মোহামেডানের রক্ষণভাগে। যার মাশুল গুনতে হয় মাত্র সাত মিনিটেই। সেনেগালের ডিফেন্ডার মুহাম্মদ দিয়ারার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫ মিনিটে মেহেদী হাসান গোল করলে ম্যাচে সমতা ফেরে। পরের ৩০ মিনিটের মধ্যে টানা দুই গোল করে সাদা মোহামেডানকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তবে আবারো লিড ধরে রাখতে ব্যর্থ মোহামেডানের রক্ষণভাগ। নাইজেরিয়ান এমফন সানডে উদোহ ও মাহবুবুর জুয়েল দুই গোল করে গোপীবাগের দলটিকে এক পয়েন্ট এনে দেন। রাতে কুমিল্লা থেকে ট্রফি নিয়ে মতিঝিলের ক্লাব টেন্টে চ্যাম্পিয়ন উৎসব করে মোহামেডান।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status