ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রিয়ালের সঙ্গে আমার বন্ধন চিরন্তন, বিদায়ী চিঠি আনচেলোত্তির

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৬:২২ অপরাহ্ন

mzamin

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষবার দাঁড়াবেন এই ইতালিয়ান কোচ। সব ঠিকঠাকই ছিল, আজ আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এক বিবৃতিতে আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে রিয়াল। শেষ ম্যাচের আগে আনচেলোত্তিও ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন এক হৃদয় নিংড়ানো বার্তা।
রিয়ালকে বিদায়ের সঙ্গে হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানাচ্ছেন এই ৬৫ বছর বয়সী কোচ। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আগেই জানিয়ে দিয়েছে যে, তাদের দায়িত্ব নিচ্ছেন আনচেলোত্তিই। মৌসুমের শেষ ম্যাচের আগে আনুষ্ঠানিকতা সেরে নিল রিয়ালও। নিজেদের ওয়েবসাইটে বিবৃতিটিতে ইউরোপের সফলতম ক্লাবটি লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলোত্তি চুক্তির ইতি টানার প্রসঙ্গে ঐক্যমতে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ হতে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই।’ স্পেনের সফলতম দলটি যোগ করেছে, ‘কার্লো আনচেলোত্তি আমাদের ক্লাবের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন।’ বিবৃতিটিতে রিয়ালের হয়ে আনচেলোত্তির অর্জনের বিবরণও তুলে ধরা হয়। প্রথম মেয়াদে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত অল হোয়াইটদের শিবিরে দায়িত্ব পালন করেন তিনি। প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লীগে রিয়ালকে কার্লো এনে দেন তাদের স্বপ্নের লা দেসিমা (দশম শিরোপা)। পরে দ্বিতীয় দফায় লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে আসেন ২০২১-এ। দুই মেয়াদে তিনি স্প্যানিশ জায়ান্টদের জিতিয়েছেন রেকর্ড ১৫টি ট্রফি। এর মধ্যে রয়েছে ৩টি চ্যাম্পিয়নস লীগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, ২টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ২টি স্প্যানিশ সুপার কাপ। যদি আগামীকালের ম্যাচই আনচেলোত্তির শেষ ক্লাব ফুটবলের ম্যাচ হয়, তবে তিনি বিদায় নিচ্ছেন ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে। ৩১টি ট্রফির মধ্যে তার ঝুলিতে রয়েছে রেকর্ড ৫টি চ্যাম্পিয়নস লীগ ট্রফিও। 
সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচকে সামনে রেখে ভক্তদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন আনচেলোত্তি। সেখানে এই অভিজ্ঞ কোচ লিখেছেন, ‘আজ আমরা পুনরায় আলাদা পথ বেছে নিয়েছি। আজ আমি আবারও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অসাধারণ এই দ্বিতীয় দফার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে ধারণ করছি। এগুলো অবিস্মরণীয় বছর, আবেগ, শিরোপা এবং সর্বোপরি, এই ব্যাজের প্রতিনিধিত্ব করার গর্বে ভরা এক অবিশ্বাস্য যাত্রা। আমরা একসঙ্গে যা অর্জন করেছি তা মাদ্রিদিসমের স্মৃতিতে চিরকাল কেবল জয়ের জন্যই নয় বরং থাকবে আমরা যেভাবে সেসব অর্জন করেছি তার জন্যও। বার্নাব্যুর জাদুকরি রাতগুলো ইতিমধ্যেই ফুটবল ইতিহাস।’ ব্রাজিল যাত্রাকে সামনে রেখে আনচেলোত্তি যোগ করেন, ‘এখন একটি নতুন অভিযান শুরু হচ্ছে, তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার বন্ধন চিরন্তন। শীঘ্রই দেখা হবে, মাদ্রিদিস্তাস (রিয়াল ভক্তদের ডাকনাম)।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status