খেলা
কী চমক থাকছে হামজা-শমিতদের সিঙ্গাপুর ম্যাচে!
স্পোর্টস রিপোর্টার
২৪ মে ২০২৫, শনিবার
অনেক বছর ধরেই দেশের ফুটবলে ভাটার টান। আন্তর্জাতিক ফুটবলে রেজাল্ট নেই। ঘরোয়া ফুটবলটা নিয়মিত মাঠে গড়ালেও রয়েছে নানা বিতর্ক। পাতানো ম্যাচের মতো ঘটনাও ঘটছে। তবে সম্প্রতি বৃটেন প্রবাসী তারকা হামজা চৌধুরীর আগমনে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। দর্শকরাও দেশের ফুটবলের খোঁজ খবর নিতে শুরু করেছেন। আগামী ১০ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিচ্ছেন কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম। ইতালির চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুল ইসলামও আসছেন এই ম্যাচটিকে সামনে রেখে। এই ম্যাচ ঘিরে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। তবে ঈদের ছুটিতে ম্যাচটি হওয়াতে স্টেডিয়ামে দর্শক আসা নিয়েও শঙ্কা রয়েছে। যদিও এসব শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের জন্য চমক আছে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি মানবজমিনকে বলেন, ‘এটা শুধুই একটা ম্যাচ নয়। ফুটবলের জন্য বিশেষ একটা দিন। যে দিন থেকে বাংলাদেশের ফুটবল নতুন করে পথ চলতে শুরু করবে। আমাদের বিশ্বাস, দর্শকেরা হামজা-শমিতদের ম্যাচটা দারুণভাবে উপভোগ করবেন।’
আজ থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। ম্যাচটি দেখতে টিকিট কিনতে ৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে একজন দর্শককে। কেবল ৯০ মিনিট খেলা নয়। দর্শকদের জন্য লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যানজোন, বিশেষ বাস-মেট্রোরেল সুবিধার কথাও ভাবছে বাফুফে। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘দর্শকেরা এরই মধ্যে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছেন। তারা এখন ফুটবল দেখছেন, খোঁজখবর রাখছেন। ১০ তারিখ যখন হামজাদের ম্যাচ দেখতে আসবেন তারা, আমরা চাই তাদের একটা ভালো অভিজ্ঞতা দিতে। তাদের জন্য একটা চমক থাকবে, সেটা আমি এখন বলতে চাই না। এতটুকু বলতে পারি, যেটা বাংলাদেশের স্পোর্টসে আগে কখনো হয়নি, বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ায়ও হয়নি।’ হামজা-শমিতরা বিদেশি লীগ মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে তাদের ঘরের মাঠে অভিষেক হবে। তাদের নিয়ে সাধারণ মানুষেরও বাড়তি একটা আগ্রহ রয়েছে। মানুষের এ আগ্রহ কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিতে চায় বাফুফে। তেমন আভাসই দিয়ে বাফুফের এই কর্তা বলেন, ‘হামজা-শমিতের মতো তারকা যখন একটা জাতীয় দলে নাম লেখান, তখন এমনিতেই ওই দলের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। সর্বোপরি ফুটবলের ইমেজ বৃদ্ধি পায়। আমাদেরও তা-ই হয়েছে। আমরা চাই এটাকে কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিতে।’ কেবল ফুটবল নিয়ে
আলোচনাই নয়, হামজা-শমিতদের এই সূচনালগ্নে ফুটবলে যে দিনবদলের শুরু, সেটা নামী-দামি কোম্পানির স্পনসর করার আগ্রহ এবং টিকিটের মূল্য দেখলেও অনুমান করা যায়। ফুটবলে শেষ কবে টিকিটের সর্বনিম্ন দাম ৪০০ টাকা ছিল বলা কঠিন। টিকিট দূরে থাক, বিনা মূল্যে ম্যাচ দেখার ব্যবস্থা করেও খুব একটা দর্শক টানা যায়নি। দীর্ঘদিন পর হামজাদের ঘিরে ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে, তখনই আবার বড় বড় প্রতিষ্ঠান ফুটবলের পাশে আসার চেষ্টা করছে। কিট স্পনসর হিসেবে ‘দৌড়’কে পেয়েছে বাফুফে। জাতীয় দলের স্পনসর হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিঙ্গাপুর ম্যাচের টিকিট ক্যাম্পেইনে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি। প্রথমবারের মতো ফুটবল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান মলটেন। এ ছাড়া সিঙ্গাপুর ম্যাচের জন্য টাইটেল স্পনসর এবং তিন থেকে চারটি কো-স্পনসরও পেয়েছে বাফুফে।