ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস লীগের সেই হেডই মেসির সবচেয়ে প্রিয় গোল

স্পোর্টস ডেস্ক

(৯ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ১:৫৬ অপরাহ্ন

mzamin

লিওনেল মেসির দৃষ্টিনন্দন গোলের অভাব নেই। ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল করেছেন সাড়ে আটশ’র বেশি। মাঝমাঠ থেকে একক কৃতিত্বের গোল থেকে থেকে শুরু করে ফ্রি কিকে বলকে অবিশ্বাস্যভাবে বাঁকিয়ে গোলকিপারকে পরাস্ত করা, ঈর্ষনীয় সব গোল আছে এই আর্জেন্টাইন মহাতারকার ঝুলিতে। নান্দনিক সেসব গোল থেকে একটিকে বেছে নেয়া তার ভক্তদের জন্যও বড় কঠিন ব্যাপার। এবার সেই কাজটি করেছেন খোদ মেসিই। বেছে নিয়েছেন নিজের সবচেয়ে পছন্দের গোল।
ক্যারিয়ারে সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৬০ গোল করেছেন মেসি। চোখ ছানাবড়া করে দেয়ার মতো গোল হতে শুরু করে গুরুত্বপূর্ণ সময়ে তার গোলের সংখ্যাও নেহাত কম নয়। তবে হেড থেকে এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কমই জাল খুঁজে নিয়েছেন। সব মিলিয়ে মাথার ছোঁয়ায় তিনি গোল করেছেন ২৮টি, যেখানে তার অঘোষিত প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে গোলের সংখ্যা ১৫৪টি। পরিসংখ্যান তো বলছেই, আর মেসির খেলা দেখে যারা অভ্যস্ত তারা ঠিকই জানেন যে এদিক থেকে তিনি একটু দুর্বলই বটে। দুর্বলতার প্রতিই নাকি মানুষের আকৃষ্টতা বেশি কাজ করে। সেজন্যেই হয়তো তার সবচেয়ে পছন্দের গোল বাছতে গিয়ে হেডের গোলটিকেই রাখলেন সবার উপরে। ২০০৯-এ ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লীগ জেতেন মেসি। সেবার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই প্রিয় গোলটি করেন তিনি। ম্যাচের ৭০তম মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে জাভি হার্নান্দেজের ক্রসে লাফিয়ে উঠে জালে বল জড়ান অরক্ষিত মেসি। এই গোলটিকেই তিনি দিয়েছেন সবচেয়ে পছন্দের গোলের আখ্যা। মেসি বলেন, ‘আমার অনেক গোল আছে যেগুলো হয়তো এই গোলের চেয়ে অনেক সুন্দর ও অনেক বেশি মূল্যবান। তবে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারটিই আমার সবচেয়ে বেশি পছন্দের।’ এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা আর পরে এই স্কোরলাইনেই মেসি তুলে ধরেন তার ক্যারিয়ারের অভিষেক চ্যাম্পিয়নস লীগ ট্রফি।
ইন্টার মায়ামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য এই গোলটি বেছে নিয়েছেন মেসি। এখন এই গোলটিকে চিত্রকর্মের রূপ দিয়ে সেটিকে দাতব্য কাজের জন্য তোলা হবে নিলামে। এই চিত্রকর্মে মেসি ও শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষরও থাকবে। আগামী ১১ই জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচিত হবে চিত্রকর্মটি। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status