খেলা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নিরাপত্তায় সেনাবাহিনী
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশের পাকিস্তানের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আজ দেশটির টিভি চ্যানেল সামা টিভি জানিয়েছে, আসন্ন এই সিরিজে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে।
শুধু সেনাবাহিনীই নয়, পুরো সিরিজজুড়ে নিরাপত্তা বলয় জোরদার ও সিরিজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। এই সফরে দু’দলের মধ্যে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। পরে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বৈঠকের পর দু’টি ম্যাচ কমানো হয়। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে এই সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে যুদ্ধবিরতির পর বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠায় পিসিবি।
আগামী ২৮শে মে থেকে শুরু হওয়া সিরিজটির সবক’টি ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ ৩০শে মে ও ১লা জুন। আজ ও আগামীকাল দুবাইয়ে অনুশীলনের কথা রয়েছে বাংলাদেশ দলের। পরদিন অর্থাৎ ২৫শে মে লাহোরের বিমান ধরবেন লিটন কুমার দাসের দল, পরের দু’দিন সারবেন অনুশীলন। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।