খেলা
রাকিবুলের ৭ উইকেট, চালকের আসনে ইমার্জিং দল
স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ব্যাটারদের জন্য রাকিবুল হাসান যেন দুর্বোধ্য হয়ে উঠেছেন। তাকে কিছুতেই সামলাতে পারছে না প্রোটিয়া যুবারা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল একাই ৭ উইকেট নিয়েছেন রাকিবুল। তাতে তৃতীয় দিনে সফরকারীরা অলআউট ২৪৩ রানে। তবে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। স্কোরবোর্ডে ৫ রান জমা হতেই ড্রেসিংরুমে ফিরেছেন দুই ব্যাটার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছে মাত্র মাত্র ১ রান। আর আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন ৪ রান। তাতে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫ রান। তৃতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে শাহাদাত হোসেন দীপুর দল।
দ্বিতীয় দিন শেষে ম্যাচের চালকের আসনে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়ারা তৃতীয় দিনে পড়ে রাকিবুলের তোপের মুখে। একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে প্রোটিয়া যুবাদের ড্রেসিংরুমে ফেরত পাঠান এই বাঁহাতি স্পিনার। তাতে ঠিক ১০০ রানে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে ৩০৮ রান করে বাংলাদেশ। এর জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২৪৩ রানে।