খেলা
‘এবার ইতিহাস লেখার পালা ইয়ামালের’
স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, শুক্রবার
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় একটা সময় নিজের ফুটবল শৈলীতে সারা বিশ্বকে মুগ্ধ করেছেন রোনালদিনহো। এই সেলেসাও কিংবদন্তির পর সেই মুগ্ধতায় নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় ভূমিকায় এখন লামিন ইয়ামাল। পায়ের অসাধারণ নৈপুণ্যে ইতিমধ্যে প্রশংসার মহাসমুদ্রে ভাসছেন এই স্প্যানিশ তরুণ। এবার তাতে যোগ দিয়েছেন দিনহোও। ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ডের মতে, এবার ইতিহাস লেখার পালা ইয়ামালের। আগামী জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হবে এই বার্সা ফরোয়ার্ড ইয়ামালের। এর আগেই অসাধারণ সব কীর্তিতে নিজের নামটা জানান দিচ্ছেন বেশ জোরেশোরেই। চলতি মৌসুমে করছেন নজরকাড়া পারফর্মেন্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৮ গোলের সঙ্গে রয়েছে ২৫ অ্যাসিস্টও। দুর্দান্ত সব গোল, কৌশলে প্রায়ই মেসির সঙ্গে জুড়ে দেয়া হয় তার নাম। সেসব পছন্দ নয় ইয়ামালের, একই কথা বলছেন রোনালদিনহোও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় এক সাক্ষাৎকারে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘মেসি আর আমি ইতিমধ্যে ইতিহাস লিখেছি, এবার পালা লামিন ইয়ামালের। এখন পর্যন্ত এই তরুণ বয়সেই এতটা মেধা নিয়ে সে যা দেখিয়েছে.. অসাধারণ। আমি তার মতো ফুটবলারদের খেলা দেখতে পছন্দ করি। তারা ফুটবলের জন্য ভালো। তার ক্যারিয়ার আমাদের মতো হবে বলে আমি আশাবাদী।’ কারও সঙ্গে কারও তুলনার ধার ধারেন না এই ৪৫ বছর বয়সী ব্রাজিলিয়ান, বলেন, ‘আমি কখনওই ওই ধরণের তুলনা পছন্দ করি না। কারণ, প্রতিটি ফুটবলারের খেলার নিজস্ব অপূর্ব ধরন আছে। লামিন ইয়ামাল মানুষকে আনন্দ দিচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় এটিই। আমি যেমন দিতাম, অথবা পরে মেসি দিত। আশা করি এখন পর্যন্ত সে যে সম্ভাবনা দেখিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’ চলতি মৌসুমে ব্যালন ডি’অরের দৌড়ে অনেকেই এগিয়ে রাখছেন ইয়ামালকে। একই কথা শোনা গেলো দিনহোর কাছ থেকেও। তবে এই কিংবদন্তির মতে, কেবল একটি ব্যালন ডি’অরেই থামবেন না এই তরুণ তুর্কি। তিনি যোগ করেন, ‘ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের মান আছে। বিশ্বে আরও দারুণ সব খেলোয়াড় আছে, ইয়ামাল তাদের একজন। মাঠের তার এমন বিচরণ বিস্ময়কর, কারণ সে খুবই তরুণ। তবে শুধু একবার নয়, সে অনেকবার ব্যালন ডি’অর জয়ের ইতিহাস গড়তে পারে।’