খেলা
ছুটি কাটিয়ে ফিরেছেন কাবরেরা আগামী সপ্তাহে দল ঘোষণা
স্পোর্টস রিরপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
প্রায় চার সপ্তাহের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। গত ২৬শে এপ্রিল হঠাৎ করেই তিনি স্পেন গিয়েছিলেন। বুধবার ভোরে তিনি ঢাকায় ফেরেন তিনি। ঢাকায় ফিরেই বিকেলেই ছুটে গিয়েছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দেখতে। এই মুহূর্তে তার নজর দল গঠনে। জানা গেছে আগামী সপ্তাহের শুরুর দিকেই দল ঘোষণা করবেন এই স্প্যানিশ কোচ। ৩০ সদস্যের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের থাকা প্রায় নিশ্চিত বলেই জানা গেছে। কোচের ফেরা ও দল ঘোষণা নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ এরইমধ্যে ঢাকা ফিরেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষ হওয়ার কথা ২৯শে মে। ৩১শে মে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন কাবরেরা। তার আগে দল ঘোষণা করা হতে পারে। দল প্রায় চূড়ান্ত। যে কোনো দিন ঘোষণা হতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকেই দল ঘোষণার সম্ভাবনা বেশি।’ অনুশীলনের প্রথমদিন থেকে কি পাওয়া যাবে হামজা চৌধুরীকে ? এ বিষয়ে আমের খান বলেন, ‘হামজা ঠিক কবে আসবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কবে আসবেন তা জানতে চাওয়া হয়েছে। দিনক্ষণ জানালে সেভাবে তার টিকিটের ব্যবস্থা করা হবে। তবে হামজার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও শুরু থেকেই ফাহমিদুলকে পাওয়া যাবে।’ কানাডা প্রবাসী শমিত সোমকে অনুশীলনের প্রথম দিন থেকে পাওয়া যাবে না, সেটা আগেই নিশ্চিত করেছে বাফুফে। কারণ, ১লা জুন কানাডা লীগে তার ক্লাবের ম্যাচ আছে। ওই ম্যাচ শেষে ঢাকার বিমানে চড়বেন এই কানাডি প্রবাসী ফুটবলার। বাফুফে আশা করছে ভুটান ম্যাচে শমিতকে পাওয়া না পেলেও সিঙ্গাপুর ম্যাচের আগে তিন-চারটি অনুশীলন সেশনে পাওয়া যাবে তাকে। ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ৪ঠা জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল-তপুরা।
এর আগে গত ২২শে এপ্রিল কাবরেরা ঢাকায় ফিরেছিলেন প্রায় এক মাস ছুটি কাটিয়ে। ২৫শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই তিনি দেশে গিয়েছিলেন। ২২শে এপ্রিল সকালে ঢাকায় ফিরে বিকালে ময়মনসিংহে যান বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। তিনদিন পর আবার ছুটিতে গিয়েছিলেন তিনি।