খেলা
এবার ডাইভিংয়ে নতুন রেকর্ড
স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবারজাতীয় বয়সভিত্তিক সাঁতারে আগের দিন নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির মাইশা আক্তার। গতকাল আরেকটি নতুন রেকর্ড হয়েছে ডাইভিংয়ে। এই রেকর্ডের মালিকও বিকেএসপির ছাত্র মেহেদী হাসান। এক মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে ৩০০.৬ পয়েন্ট নিয়ে এই রেকর্ড গড়েন তিনি। গত বছর ২৭৫.৮৫ পয়েন্ট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন একই সংস্থার মোহাম্মদ হোসাইন। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৪টি স্বর্ণ, ৩৫টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি।