ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

অমিত-সোহানের লড়াই জবাব দিলো কিউইরাও

স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
mzamin

সিরিজের প্রথম টেস্টেই কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। মিরপুর টেস্টে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আরও একবার আক্রমণাত্মক ইনিংস খেললেন এই ডানহাতি ব্যাটার। এদিন অবশ্য সেঞ্চুরি পাননি তবে টেল এন্ডারদের নিয়ে বাংলাদেশের রানটা পার করেছেন সাড়ে তিনশ। সোহানের আগে অবশ্য কাজটা করে দিয়েছেন অমিত। তবে এতেও শেষ বিকেলের দাপটে দ্বিতীয় দিন শেষে দিনটা নিউজিল্যান্ড ‘এ’ দলের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৫৩ রানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ বিকালে এক উইকেট হারানো নিউজিল্যান্ড দাপুটে দিন শেষ করে ১০৪ রানে। প্রথম ইনিংসে ৩৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। হিফি ৮৯ বলে ৪১ ও কার্টার অপরাজিত থাকেন ৬৬ বলে ৪৮ রানের ইনিংস খেলে। বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে নিউজিল্যান্ডকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন রাইস মারিয়ু ও হিফি। একেবারে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে থাকেন তারা দুজন। যদিও ২ চারে ১৯ বলে ১৪ রান করা মারিয়ুকে ফেরান খালেদ আহমেদ। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন হিফি ও জো কার্টার। তাদের দুজনের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি বাংলাদেশের বোলাররা। শুরুতে দ্রুত রান তুললেও পরবর্তীতে দেখেশুনে খেলতে থাকেন তারা। 
বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে ৫৭.৩ ওভার। বৃষ্টির প্রভাব ছিল গতকাল দ্বিতীয় দিনের সকাল থেকেই। মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভেস্তে যায় দিনের প্রথম সেশন। আগের দিনের ৪ উইকেটে ২২৫ রান নিয়ে অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিংয়ে নামেন দুপুর নাগাদ। অঙ্কন আউট হন ৫৯ বলে ২৪ রান করে। এরপর ডেল ফিলিপসের বলে স্কয়ার কাট করে চার মেরে ৯৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন অমিত। সোহানের সঙ্গে তার জমে ওঠা জুটি ভাঙেন বেন লিস্টার। ১ ছক্কা ও ৮ চারে ১১০ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে। পরের বলে আউট হয়েছেন নাসুম আহমেদও। নাসুম ফেরার পর আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন সোহান। তবে ৫ বল খেলা নাঈম ফেরেন দ্রুত, লিস্টারের বলে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। পরবর্তীতে সোহানকে বেশ ভালোভাবেই সঙ্গ দিতে থাকেন মুরাদ। সুযোগ পেয়ে সোহানও রান বাড়ানোর চেষ্টা করেন। ফিফটির কাছে গিয়েই থামতে হয় সোহানকে। লেনক্সের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ফিলিপসকে ক্যাচ দিয়েছেন। সমান তিনটি ছক্কা ও চারে ৪০ বলে ৪৮ রান করে আউট হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন লেনক্স ও লিস্টার।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status