খেলা
জাতীয় হ্যান্ডবল
স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবারজাতীয় পুরুষ হ্যান্ডবলের তৃতীয় দিনে জিতেছে বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চট্টগ্রাম, যশোর ও ফরিদপুর। গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ আনসার। এই সার্ভিসেস সংস্থাটি ৪৭-১০ গোলে হারিয়েছে ফরিদপুরকে। এছাড়া বিজিবি ৪৭-০৭ গোলে রাজশাহীকে, যশোর ৪৩-২৩ গোলে জয়পুরহাটকে, ফরিদপুর ৪৬-২০ গোলে গাইবান্ধাকে, চট্টগ্রাম ৯৩-১৪ গোলে মাদারীপুরকে এবং যশোর ৩৩-২৯ গোলে হারিয়েছে জামালপুরকে।