বিনোদন
মোশাররফ করিমের ‘মির্জা’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে আজ আসছে ওয়েব ফিল্ম ‘মির্জা’। সুমন আনোয়ার পরিচালিত ফিল্মটির নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্মটি ধরাবাঁধা গোয়েন্দা গল্পের ধারা ভেঙে দর্শকদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসছে। ফিল্মটিতে অভিনয় করেছেন- পারসা ইভানা, জোনায়েদ বোগদাদী, খালেদ হাসান রুমী, সামিয়া সাঈদ, রাসেল মামুনসহ অনেকে।