বিনোদন
ঈদে চ্যানেল আইতে ‘দেয়ালের দেশ’
স্টাফ রিপোর্টার
২৪ মে ২০২৫, শনিবার
গেল বছরের আলোচিত ছবিগুলোর একটি ‘দেয়ালের দেশ’। এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে রাজ-বুবলী জুটির এই ছবি। ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় ‘দেয়ালের দেশ’- এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। চ্যানেল আইয়ে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘দেয়ালের দেশ’ প্রচার হবে। মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে ছবিটির গল্প।