ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

নজরুল জয়ন্তীতে তিনদিনব্যাপী আয়োজন

স্টাফ রিপোর্টার
২৪ মে ২০২৫, শনিবার
mzamin

২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২৫শে মে থেকে জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হবে। শিল্পকলা একাডেমি জানিয়েছে, এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। আগামী ২৫, ২৬ ও ২৭শে মে কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৫শে মে বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবিপৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী। এতে স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’- এর জন্য মনোনীত গুণিজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছে’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নৃত্যশিল্পীবৃন্দ। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’-  গান দু’টি পরিবেশন করবেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করবে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করবে ‘পরদেশি মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’- এই তিনটি গান।

 

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status