বিনোদন
কানাডায় দেখা হলো তাদের
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবার
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি গিয়েছেন কানাডা সফরে। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে গান গাইতেই মূলত তার এবারের সফর। অন্যদিকে দীর্ঘসময় ধরে একমাত্র পুত্র নিবিড়ের চিকিৎসার জন্য কানাডায় অবস্থান করছেন আরেক গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সাবিনা ইয়াসমিন কুমার বিশ্বজিতের গান পছন্দ করেন। তাকে অত্যন্ত স্নেহ করেন। বিশ্বজিতেরও ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় সবসময়ই রয়েছেন সাবিনা ইয়াসমিন। এবার কানাডাতেই দেখা হয়ে গেল এ দুই শিল্পীর। শুধু তাই নয় নিবিড়কে দেখতে হাসপাতালেও গিয়েছেন সাবিনা। এ শিল্পীর এই কানাডা সফরে বরাবরের মতোই সঙ্গে ছিলেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। তিনি এক ফেসবুক পোস্টে সাবিনা ও বিশ্বজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, গিয়েছিলাম আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী সাবিনা আপাকে সঙ্গে নিয়ে আর এক প্রিয় কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দাদা’র ছেলে আমাদের প্রিয় নিবিড়কে দেখতে। আলহামদুলিল্লাহ, নিবিড় আগের থেকে এখন অনেক ভালো আছে। আমাকে আর সাবিনা আপাকে দেখে সে আপন মনেই হাসতে শুরু করলো। আবার তাকে দেখে যেই সময় আমরা চলে যাচ্ছিলাম সে কি যেন একটা বলতে চাইছিল। দেখলাম নিবিড় ইমোশন হয়ে একটু কান্নাও করলো! আমার অনেক কষ্ট হচ্ছিল। মনের কোণে অনেক স্মৃতি এলো। নিবিড়ের জন্মের পর যেই দিন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন দাদা-ভাবী সেদিনই আমি স্ত্রীসহ তাকে দেখতে যাই। এই সেই আমাদের প্রিয় নিবিড়, আহা। প্রিয় বিশ্ব দা ও ভাবীর ধৈর্য দেখে আমি খুব বিস্মিত ও হতবাক হলাম। সঙ্গে সঙ্গে উনাদের জন্যও অনেক দোয়া করলাম।