বিনোদন
‘এখনকার নাটকে মূল্যবোধ কম’
মেহনাজ শাহরিন অর্থি
২০ মে ২০২৫, মঙ্গলবার
বরেণ্য অভিনেতা ও নাট্যপরিচালক আবুল হায়াত। বছরের বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ উৎসবকে কেন্দ্র করে তিনি নাটক পরিচালনা করেন। এবার একটি নতুন নাটক পরিচালনা করেছেন তিনি। আবুল হায়াত মানবজমিনকে বলেন, আমার লেখা একটা নাটক খুব শিগগিরই দর্শকরা দেখতে পাবেন। নাম ‘লেখক’। চ্যানেল আইয়ে এই নাটকটি দেখা যাবে। ভিন্ন ধারার গল্প নিয়ে এর কাহিনী লেখা হয়েছে বলে জানান অভিনেতা। এ ছাড়া তিনি বলেন, এবারের ঈদে দর্শক আমার অভিনীত বেশকিছু নাটক দেখতে পাবেন। আর ঈদের নাটকের শুটিংয়ের কারণে মূলত প্রচুর ব্যস্ততা যাচ্ছে। নাটক পরিচালনা কেমন উপভোগ করেন? উত্তরে আবুল হায়াত বলেন, অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও আমাকে তৃপ্তি দেয়। ভালো গল্প পেলে পরিচালনাও করি। তার মতে, এখনকার টেকনোলজি আগের চেয়ে অনেক উন্নত। যার কারণে এখনকার নাটক স্পষ্ট এবং সাবলীল, যেটা আগে ছিল না। তবে, আগের নাটকে শিক্ষণীয় অনেক বিষয় ছিল, যেগুলো এখনকার নাটকের মধ্যে পাওয়া যায় না। তিনি বলেন, আগের নাটকগুলোতে মূল্যবোধ ছিল, এখনকার নাটকে মূল্যবোধ কম। খুব একটা দেখা যায় না। তবে, নাটকে মূল্যবোধ থাকাটা ভীষণ জরুরি। তিনি বলেন, দর্শকরা যদিও এখনকার নাটক পছন্দ করেন। আর দর্শকদের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণ না করা হলে সেটা কেউ দেখতেও চাইবে না। এ কারণে আমি মনে করি, দর্শকদের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণ করা উচিত। তবে, সেখানে পরিচালককে নিজের শৈল্পিক চিন্তাভাবনা যোগ করতে হবে। এখনকার সিনেমা কেমন হচ্ছে? উত্তরে এ অভিনেতা-পরিচালক বলেন, এখন সিনেমা বাণিজ্যিক লেভেলে চলে গেছে। সমাজ যে কিছু শিখবে এ রকম সিনেমা এখন কম। তবে, ইন্ডাস্ট্রিতে অনেকেই ভালো করছে। আমি আশা করি, বাংলাদেশের চলচ্চিত্র আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকেন, ক্লান্ত লাগে কি? সময় কীভাবে মেইনটেইন করেন? আবুল হায়াত বলেন, না। কাজে ক্লান্তি নেই। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই। অভিনয় আমার পেশার সঙ্গে নেশাও। অভিনয় ছাড়া থাকতে পারবো না। তিনি বলেন, এখনকার প্রজন্মের উচিত এ সময়ের পাশাপাশি আগের নাটক, সিনেমাগুলোও দেখা। এতে তারা আগের ভাবধারা সম্পর্কে জানতে বা বুঝতে পারবে, সেইসঙ্গে অনেক কিছু শিখতেও পারবে। আগে যেসব গুণী পরিচালকরা ছিলেন, তাদের ভাবধারাও জানতে পারবে।