বিনোদন
শাহজালাল বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকাকে।
রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পাঠকের মতামত
হত্যা বা হত্যা চেষ্টা মামলায় শিল্পী - সাহিত্যিক - সাংবাদিক - চিকিৎসক - আমরা - শিক্ষাবিদ সকল সম্মানজনক পেশার মানুষদের গণহারে আসামি করে মামলার মেরিট নষ্ট করে ফেলা হয়েছে। এসব মামলা নিয়ে অনেকেই আবার বানিজ্যও করছেন!
রাঘববোয়াল ছেড়ে দিয়ে চুনোপুটি ধরে আর কি হবে।
সবাই দেখি থাইল্যান্ড যায়? কারণ কী? সেখানে কি আবার কোন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে?
আসল হাসিনা ও তার দোসরদের ধরা বাদ দিয়ে এখন হাসিনার দারাজ ভার্সন ধরে কি লাভ?
ফ্যাসিরাণী হাসি ও তার পোষ্যদের সেইফ এক্সিট দিয়ে এসব ভাড়ায় চালিত লেদার ও কন্ঠ ব্যবসায়ীদের ধরে কী লাভ হবে?
রাঘববোয়াল ছেড়ে দিয়ে চুনোপুটি ধরে আর কি হবে।
ফারিয়া যদি আটক হয়, তিশা'র গ্রেফতার কেন নয়? ৩৬ জুলাইয়ের বাংলায়, আসিফ নজরুল জবাব চাই।
ki labb ader dore
আরো অনেক আছে সব কয়টাকে ধরতে হবে যেমন রিয়াজ,ফেরদৌস, তারিন,অরুণা বিশ্বাস,।
রাঘববোয়াল ছেড়ে দিয়ে চুনোপুটি ধরে আর কি হবে।