বিনোদন
দেশ ছাড়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন আলোচিত ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে দেশ ছাড়ার পরিকল্পনা বলতে শোনা যায়। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান। সেখানে তিনি বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্খা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না। দেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাবো। তিনি জানান, দেশ ছাড়ার প্রসঙ্গ কোন আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন কথাগুলো। তার মতে, এখানে ইমোশন দিয়ে ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাবো। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোন কিছু করার সুযোগ থাকে, সেটাও করবেন বলে জানান সালমান।
পাঠকের মতামত
তোমার মত লুচ্চা লোককে এই দেশে রাখলে আমাদের ক্ষতি,থাকলে কোনো লাভ নেই ?? তুমি বিদেশ যাবে না মঙ্গল গ্রহে যাবেন সেটা সম্পূর্ণ তোমার মর্জি। তুমি দেশের জন্য বা দেশের সাধারণ জনগণের জন্য কোনো ভূমিকা রাখতে পারো নি ?? যা করেছ শুধু নিজের জন্য করেছ। আর কিশোর, তরুণদের নষ্ট করেছ.......তোমার মত মানুষ দেশে থাকলেই কি, আর না থাকলেই কি ?? কিচ্ছু আসে যায় না.......