ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

‘তাণ্ডব’ এ শাকিবের ধুন্ধুমার ঝলক

স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৫, সোমবার
mzamin

ঝড় টর না, এবার যেন দেয়া হয়েছে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস। শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’- এর ঝলকে তেমনটারই দেখা মিলেছে। গতকাল সকালে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত আগামী ঈদের সিনেমা ‘তাণ্ডব’র ১ মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্টে প্রকাশ হয়েছে। শাকিব ও রাফীর একসঙ্গে এটি দ্বিতীয় কাজ। ছবিটির ফোরকাস্টের মাধ্যমে দর্শকদের কৌতূহল বহুগুণে বাড়িয়ে দিলেন পরিচালক রায়হান রাফী। এতে নতুন ঢঙয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন আবতার নেটদুনিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এতে দেখা গেছে, দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও। হঠাৎ করে অস্ত্র হাতে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া। টিজারের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। নামটির সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়। ‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফরম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এদিকে, সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।  

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status