বিনোদন
‘প্রেমের প্রস্তাবটা জামিলের তরফ থেকেই আসে’
স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবার
দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম করার পর গেল ৬ই এপ্রিল দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। সম্প্রতি ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে ভোট দিতে এসে প্রেম এবং বিয়ে নিয়ে মুখ খোলেন এই তারকাজুটি। এ সময় জামিল বলেন, আমাদের শিল্পীদের জন্য এটা একটা উৎসবের দিন হয়ে থাকে সবসময়। তবে, আমার জন্য এবার একটু অন্য রকম। কারণ আমি আগে একা আসতাম ভোট দিতে। এবার বউ নিয়ে এসেছি। গতবার তো আমি প্রার্থী ছিলাম। অভিনেত্রী মুনমুন বলেন, আমি ভোটার না, প্রাথমিক সদস্য। আমি শুধু দেখতে এসেছি। সবার জন্য শুভকামনা দিতে এসেছি। এ সময় জামিলের সঙ্গে প্রেম নিয়ে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই জামিলের মিরাক্কেল দেখতাম। প্রথম যেদিন তার সঙ্গে একটি কাজে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে একজন কো-আর্টিস্ট হিসেবে জামিল খুবই হেল্পফুল। প্রথম প্রেমের প্রস্তাবটা জামিলের তরফ থেকেই আসে। খানিকটা হেসে মুন বলেন, জামিলই আমাকে বলেছিল আপা চলেন প্রেম করি। আমিও রাজি হয়ে গিয়েছিলাম। তখন জামিল আমাকে আপনি করে বলতেন। আর এটা আমার কাছে বেশ ফানি লাগতো। এমনকি বিয়ের পরও মাঝেমধ্যে জামিল আমাকে আপনি করে বলেন। আবার এখনো আমরা নিজেদের ভাইয়া-আপা বলে সম্বোধন করি। প্রেম এবং বিয়ের পার্থক্য জানতে চাইলে মুন বলেন, আগে সেটে দেখা হতো, এখন সারাক্ষণই দেখি।