বিনোদন
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার
বাংলার প্রান্তিক মানুষদের এক বিশেষ মানবিক সম্প্রদায় মতুয়া ধর্মাবলম্বীদের নিয়ে তানভীর মোকাম্মেল ‘মতুয়ামঙ্গল’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। মতুয়া ধর্ম ও দর্শনের ওপরে নির্মিত ১০৮ মিনিট দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী আগামী ১২ই জুলাই সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গণ-অর্থায়নে নির্মিত এ প্রামাণ্যচিত্রটিতে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস ও বিস্তৃতির প্রসঙ্গ বিশদভাবে উঠে এসেছে। ছবির প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।