বিনোদন
কাজী শুভ-সালমার ‘সানাই’
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার
নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও সালমা। গানের শিরোনাম ‘সানাই’। মুনসুর সানীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। ভিডিও পরিচালনা করেছেন এমএইচ মুন্না। আইকে মিউজিক স্টেশনের ব্যানারে গতকাল গানটি প্রকাশ হয়েছে। এর ভিডিওতে অংশ নিয়েছেন কাজী শুভ ও সালমা। তারা দু’জনই গানটি নিয়ে বেশ আশাবাদী বলেও জানালেন।