বিনোদন
বাপ্পার ‘ভার্টিকাল হরাইজন’
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার
দীর্ঘ সময় পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন বাপ্পা মজুমদার। ‘ভার্টিকাল হরাইজন’- শিরোনামের অ্যালবামটিতে রয়েছে মোট ১২টি গান। এর মধ্যে পাঁচটি গান নতুন, ছয়টি পুরনো। নতুনের পাশাপাশি পুরনো গানের সংগীতায়োজন করেছেন নতুনভাবে। এসব গানের কথা লিখেছেন- মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদী মহসীন, সোহেল আরমান প্রমুখ। বাপ্পার নিজের লেখা একটি গানও এখানে রয়েছে। এ প্রসঙ্গে বাপ্পা বলেন, এটা একটা পাগলামি। ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’র মতো ব্যাপার। কারণ এখন পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের রীতি নেই। আসলে নিজের ভেতরে একটা তাগিদ অনুভব করেছি। মনে হচ্ছিল, মানুষের সঙ্গে গানের সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছিল। তাই অ্যালবামটা করা। আর সিডি করার কারণ দুটো। প্রথমত, প্রযুক্তির যুগে আমরা স্পর্শের
বাইরে চলে যাচ্ছি। গান এখন আর পারসোনাল হয় না। কারণ, এখানে আর স্পর্শ নেই। সেই ক্যাসেট, সিডি কিনে আনা, হাত দিয়ে ধরে দেখার আবেগ নেই। সেটা আবার ফিরিয়ে আনার ইচ্ছা থেকেই সিডি। দ্বিতীয় কারণ হলো, সিডিতে গানের স্টুডিও সাউন্ডটা একেবারে ভালোভাবে পাওয়া যায়। স্পটিফাইতে অ্যালবাম আকারে দ্রুতই আসবে এটি। তবে, ইউটিউবে আসতে দেরি আছে বলে জানিয়েছেন বাপ্পা।