বিনোদন
কেমন আছেন ফরিদা পারভীন?
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার
দেশবরেণ্য লালন ও লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তবে, আগের থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ই জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ৯ই জুলাই রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বোর্ড সভা শেষে চিকিৎসকরা জানান, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এর জন্য অবশ্য সময় লাগবে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গতকাল এ সংবাদ লেখা পর্যন্ত অপরিবর্তিত ছিল শিল্পীর শারীরিক অবস্থা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। উল্লেখ্য, লালনসংগীত গেয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন সংগীতের তালিম নেন তিনি। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। এ ছাড়া, ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।