বিনোদন
প্রথমবার একসঙ্গে প্রীতম জেফার
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার.webp)
সবশেষ শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গান দিয়ে বাজিমাত করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার। গানটি এখনো মানুষের মুখে মুখে। অন্যদিকে, গানের বাইরেও প্রীতম হাসান বিভিন্ন নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে এরইমধ্যে একজন সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ে নাম লিখিয়েছেন জেফারও। সবশেষ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ সিরিজে দেখা গেছে তাকে। এবার প্রীতম-জেফার জুটিকে প্রথমবার অভিনয়ে পাওয়া যাবে একসঙ্গে। এই দু’জনকে নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘তুমি আমি শুধু’। এরইমধ্যে রোমান্টিক-কমেডি নির্ভর এই ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। শিহাব শাহীন বলেন, এটি কমেডি ড্রামা জনরার ওয়েব সিনেমা। বিঞ্জের জন্য নির্মাণ করার কথা হয়েছিল দুই বছর আগে। সেটা পিছিয়ে অবশেষে শুটিং শেষ করেছি। প্রীতম এবং জেফারের জুটি নিয়ে বেশ আশাবাদী এই নির্মাতা। সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, এটি একেবারেই ভিন্ন একটি গল্প নিয়ে নির্মিত। আগেই গল্পটি বলতে চাই না। এটা রহস্য থাকুক। তবে আমি বলবো, প্রীতম এবং জেফারের রসায়ন দর্শক খুব পছন্দ করবেন। এদিকে, প্রীতম হাসান বর্তমানে যুক্তরাষ্ট্র্র সফরে আছেন। সেখানে লম্বা সময় ধরে বিভিন্ন কনসার্টে অংশ নেবেন তিনি। আর জেফার ব্যস্ত নতুন গান নিয়ে। নির্মাতা জানালেন, দ্রুতই এ জুটির ‘তুমি আমি শুধু’র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ছবিটি মুক্তি দেবেন।