বিনোদন
রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা
বিনোদন ডেস্ক
১১ জুলাই ২০২৫, শুক্রবার
নিজের অভিনয় ক্যারিয়ারকে এক সময় খাটো করে দেখিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যখন রাজনীতিতে পাকাপাকিভাবে যোগ দেবেন বলে মনস্থির করেন, সেই সময় কঙ্গনা নিজেই জানান, সিনেমা একটা মিথ্যার দুনিয়া, মানুষজনও নকল। প্রায় দিনই বলিতারকাদের নিয়ে নানা সমালোচনা করতেন। শেষমেশ ২০২৪-এর লোকসভা ভোটে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা থেকে নির্বাচনে দাঁড়ান বিজেপি’র টিকিটে। জিতেও যান কঙ্গনা। তার সাংসদ হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি থেকে মন উঠে গেল অভিনেত্রীর। নালা পরিষ্কারের মতো সমস্যা নিয়ে আসছেন লোকজন। তাতেই নাকি ক্ষিপ্ত ও বিরক্ত তিনি। কঙ্গনা বলেন, আমি
এত বছর ধরে নারী অধিকার নিয়ে লড়েছি। কিন্তু এখন কারও বাড়ির নালা ভেঙে গেছে, কোথাও ভাঙা রাস্তা সারাতে হবে, সেই সব সমস্যা নিয়ে লোকে আমার কাছে আসছেন। কিন্তু তাদের বুঝতে হবে, আমি একজন সাংসদ। পঞ্চায়েত ও বিধায়কদের পর্যায়ের কাজের জন্য আমাকে বলছে। আমাকে দেখলেই ছেঁকে ধরছেন। এমন সমাজসেবার কাজ করতে তিনি অভ্যস্ত নন। কঙ্গনা আরও বলেন, আমি একেবারেই বলবো না যে, রাজনীতিতে এসে খুব ভালো আছি। এটা আসলে সমাজসেবার কাজ। এমন কিছু কাজ যে, আমি আগে করে এসেছি
তেমনটাও নয়।