বিনোদন
‘আমার নামে বাজে রিউমার নাই’
স্টাফ রিপোর্টার
১ মে ২০২৫, বৃহস্পতিবার
গেল মঙ্গলবার রন্ধনশিল্পী হাসিনা আনছারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না- ১০০ রেসিপি’ বইয়ের ষষ্ঠ খণ্ড। এদিন রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারের নবম তলায় নাহার কুকিং ওয়ার্ল্ড ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বইটির প্রকাশনা উৎসব এবং এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড তুলে দেয়া হয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের হাতে। অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, অ্যাওয়ার্ড পাওয়াটা একজন শিল্পীকে কাজে আরও বেশি আগ্রহী করে তোলে। আমি যেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি সেটা হলো ‘ব্যাচেলর পয়েন্ট’। যেটা আমাকে একটা নতুন জীবন দিয়েছে। এর পরিচালক কাজল আরেফিন অমির কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। যার কারণে আমাকে সবাই অন্তরা বলেই ডাকে। সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি যখন সিনেমার কিছুই বুঝতাম না, তখন ‘আকাশ কত দূরে’ নামে একটি সিনেমার কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং আমার অনেক দর্শক চাহিদা। এই চাহিদাটা থাকতে থাকতে যদি কোনো ভালো পরিচালক মনে করেন আমাকে কাজে লাগানো যাবে বা আমার সেই যোগ্যতা আছে তাহলে অবশ্যই সিনেমা করবো। ‘ব্যাচেলর পয়েন্ট’ বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। খুব শিগগির আমিও অংশ নিবো। ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা বাস্তব জীবনে কেমন? উত্তরে ফারিয়া বলেন, বাস্তব জীবনে আমি লক্ষ্মী একটা মেয়ে। আমার নামে কোনো বাজে রিউমার নাই, লাইফে কাউকে কখনো ধোঁকাও দেই নাই। তবে প্রেম করেছি। প্রেমের সংখ্যা মোটামুটি অনেক। এ ছাড়া, আমাকে অনেকেই পছন্দ করে। তবে সবার সঙ্গে তো প্রেম করা সম্ভব না।