ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

অস্বস্তিতে তামান্না

বিনোদন ডেস্ক
২০ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

পুরস্কার বিতরণীর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। মঞ্চ থেকে নামতেই ভক্তরা তাকে ছেঁকে ধরলেন। ছবি তোলার আবদার সামলাতে সামলাতে তামান্না যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ক্যামেরাতেই ধরা পড়ে গেল। আর এই ঘটনার পরই সমাজমাধ্যমে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার ওই পুরস্কার বিতরণীর মঞ্চে একের পর এক গানে নাচেন তামান্না। নিজের ‘আজ কি রাত’ পরিবেশন করেন তো বটেই, সেইসঙ্গে অভিনেত্রী পরিবেশন করেন ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই শুরু হয় বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছে কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তুলছিলেন। কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। অনেকেই যেন অভিনেত্রীর কাঁধের ওপর উঠে ছবি তোলা শুরু করেন। পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখে সামাল দিয়েছেন তামান্না। মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেকে নিজেই রক্ষা করে এগিয়ে যান। এ সময় তার আশপাশে কোনো দেহরক্ষীকে দেখা যায়নি। সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন যে, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থারাই বা তাকে এভাবে অরক্ষিত ছেড়ে দিলেন কী করে? অনেকে আবার বলছেন, আরে দেখে বুঝতে পারছেন না অস্বস্তি হচ্ছে ওর, এ কেমন অসভ্যতা?

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status