বিনোদন
‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড’ প্রদান
স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৫, মঙ্গলবার
রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে রোববার অনুষ্ঠিত হয়ে গেল ‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড-২০২৫’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আনাম। আর সভাপতিত্ব করেন স্বর্ণলতা দেবনাথ। সম্পূর্ণা বাংলাদেশের আয়োজনে রাজনীতি, শোবিজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় যেসব নারী সফলভাবে অবদান রেখে চলেছেন তাদের এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সম্পূর্ণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুব্রত দে ও সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজী। বিভিন্ন পেশার নারীদের পুরস্কার দেয়া হয় এখানে। এর মধ্যে শোবিজ থেকে লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়া হয় বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে। এ ছাড়াও পুরস্কার প্রদান করা হয়- অভিনেত্রী অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, মালাইকা চৌধুরী, পিয়া জান্নাতুল, সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, উপস্থাপিকা মৌসুমী মৌ’কে। ডলি জহুর পুরস্কার গ্রহণ করে বলেন, সম্পূর্ণা বাংলাদেশকে ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য। আমি মনে করি যেকোনো পুরস্কার মানুষের উৎসাহ ও কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। আয়োজক ও যারা পুরস্কার পেয়েছেন, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।