বিনোদন
ফারিয়ার পাশে বাঁধন
স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৫, মঙ্গলবার
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের শোবিজ জগতের অনেক তারকা এরইমধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই দ্রুত তার মুক্তি দাবি করেছেন। ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি ছিলেন জুলাই আন্দোলনের সক্রিয় একজন। এবার তিনি মেনে নিতে পারছেন না নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার ছবি শেয়ার করে গতকাল সকালে এক পোস্টে বাঁধন লিখেছেন, কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এরপর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন আরও লিখেছেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে, এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না। এদিকে, ১৮ই মে দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এরপর গতকাল সকালে ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে কারাগারে পাঠানো হয়।