বিনোদন
‘ফেসবুকে সরকারের সমালোচনায় ব্যবস্থা নেয়ার প্রথা বন্ধ করেন’
স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৫, সোমবার
বিভিন্ন বিষয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুণ। তারই রেশ ধরে এবার তিনি ফেসবুকে সরকারের সমালোচনায় ব্যবস্থা নেয়ার প্রথা বন্ধের দাবি জানিয়েছেন। নিপুণ গতকাল ফেসবুকে লিখেন, ফেসবুকে সরকারের সমালোচনার নজরদারি আর ব্যবস্থা নেয়ার প্রথা বন্ধ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার চার মাস পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে। অন্যদিকে, সাংবাদিক জুলকারনাইন সায়েরের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে লেখা এক পোস্টে দুঃখিত রিঅ্যাক্ট দেয়ায় শোকজ করা হয়েছে একই মন্ত্রণালয়ের পাঁচজন কর্মচারীকে। অবিশ্বাস্য! এ নির্মাতার কথায়, আপনারা গণ-অভ্যুত্থানের বিজয়ের ফলে প্রাপ্ত নাগরিক সরকার। প্রধান উপদেষ্টা প্রায়শই তার বক্তৃতায় বলেন, মন খুলে সরকারের সমালোচনা করতে। নাগরিকদের সমালোচনা করার জায়গা সামাজিক যোগাযোগমাধ্যম। সেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করতে গিয়ে যদি শিক্ষক বরখাস্ত হন আর কর্মকর্তা শোকজ নোটিশ পান-তাহলে দ্বিচারিতার এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না।