বিনোদন
কানের মঞ্চে ছেঁড়া পোশাকে উর্বশী, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৫১ পূর্বাহ্ন

কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বিপদ ঘটলো অভিনেত্রী উর্বশী রাউতেলার। সেখানে ছেঁড়া পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় উর্বশীর ওই ছেঁড়া পোশাক পরা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে একটি কালো রঙের গাউনে দেখা গিয়েছে তাকে। পোশাকটি দেখতে খুবই সুন্দর বটে। এমনকি অভিনেত্রীকে এই পোশাকে মানিয়েছেও বেশ। তবে ওই পোশাকের বাঁ বগলের দিকেই বিপত্তি। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, পোশাকের বগলের কাছে ছিদ্র। যতবার হাত নাড়াচাড়া করেছেন অভিনেত্রী, ততই নাকি স্পষ্টভাবে বোঝা গিয়েছে ওই ছিদ্র। ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে। কেউ কেউ কটাক্ষ করে লেখেন, প্রথম ভারতীয় যিনি কানের মঞ্চে ছেঁড়া পোশাক পরেছেন। আবার কেউ লিখছেন, সত্যি পোশাকে ছিদ্র? নেটিজেনদের একাংশের খোঁচা, আমার অভিনেত্রীকে দেখে সত্যি খারাপ লাগছে। কারও কারও দাবি, প্রচারের লোভেই নাকি ইচ্ছাকৃতভাবে এমন ছেঁড়া পোশাক পরেছেন উর্বশী। সবমিলিয়ে নানা মহলে যে সমালোচনার ঝড় উঠেছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। মূলত বিতর্ক উর্বশীর পিঁছু ছাড়ে না। সবসময় কোন না কোন বিষয় নিয়ে বিতর্কের মানদণ্ডে উঁচুতে থাকেন তিনি।