বিনোদন
মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে পুনরায় খবরের কেন্দ্রে হাজির হয়েছেন এই নায়িকা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে দাবি করেন যে, অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে তাকে প্রাণনাশ করার হুমকি দেওয়া হচ্ছে। সেইসাথে তার কাছ থেকে চাঁদাও চাওয়া হচ্ছে।
তিনি লেখেন, গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে ম্যাসেজ ও ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। একটি নম্বর ব্লক করলে অন্য নম্বর থেকে আবার হুমকি আসছে। এই ঘটনার পর তার অনুরাগীরা ফেসবুকে উদ্বিগ্ন হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। অনেকেই আবার এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।