বিনোদন
আজীবন সম্মাননায় ফেরদৌস আরা
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবার
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৪। সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন নজরুল সংগীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা। এতে সংগীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ।