বিনোদন
নিজের ইচ্ছার কথা জানালেন অঙ্কুশ
বিনোদন ডেস্ক
২১ মে ২০২৫, বুধবার
ঐন্দ্রিলার সামনে অঙ্কুশ তার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করলেন। সম্প্রতি একটি হরর মুভিতে তারা একসঙ্গে অভিনয় করছেন। সেখানে ঐন্দ্রিলার সামনে আচমকা অঙ্কুশ এক সাক্ষাৎকারে বললেন, এই মুহূর্তে সিনেমা পরিচালনার ইচ্ছা না থাকলেও ভবিষ্যতে প্রযোজনার পাশাপাশি পরিচালনা করারও ইচ্ছা আছে। এটা শুনে ঐন্দ্রিলা বলেন, ও যে এত টাফ কাজ করতে চায়, আমার আইডিয়া ছিল না।