বিনোদন
সোনাক্ষীর সতর্কবার্তা
বিনোদন ডেস্ক
২১ মে ২০২৫, বুধবার
ভারতে ফের করোনা আতঙ্ক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোভিডের থাবা। করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শিরোকদার। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মাস্ক পরার সতর্কবার্তা দিয়েছেন শিল্পা। তার এই খবরে ঈশ্বরের শরণাপন্ন সোনাক্ষী সিনহা। স্বামী জাহির ইকবালকে নিয়ে বিদেশভ্রমণে ব্যস্ত সোনাক্ষী শিল্পার পোস্টে লেখেন, হে ঈশ্বর। নিজের যত্ন নিও শিল্পা। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। নিজে পোস্ট করেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সোনাক্ষী।