বিনোদন
টিভি পর্দায় মুক্তি বাপ্পীর ‘কুস্তিগীর’
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবার
বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘কুস্তিগীর’ অবশেষে মুক্তি পাচ্ছে। তবে এটি বড় পর্দায় নয়, বরং ছোট পর্দায় মুক্তি পাচ্ছে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কোরবানির ঈদের দ্বিতীয়দিন চ্যানেল আই-এ সিনেমাটি প্রচার হবে। এমন সিদ্ধান্ত নিয়ে পরিচালক শাহিন সুমন বলেন, দীর্ঘদিন ছবিটি আটকে ছিল। এই কারণে টেলিভিশন প্রিমিয়ারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এমনিতেই এখন সিনেমা হলের সংখ্যা কম। ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ায় বেশির ভাগ হল তার দখলে চলে যাবে। ‘কুস্তিগীর’ অনেক আগেই তৈরি হয়েছিল। তাই দর্শকদের কাছে পৌঁছাতে টিভিই সবচেয়ে ভালো মাধ্যম। ২০২২ সালে এ ছবির কাজ শেষ হয় এবং সে বছরই এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এরপরও এতদিন ছবিটি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। এদিকে ছবির নায়ক বাপ্পী বলেন, এই সিনেমার কাজ এখনো শেষ হয়নি। আমার ডাবিংও হয়নি। তাহলে এটা কীভাবে মুক্তি পাচ্ছে আমার ঠিক জানা নেই। এ ছবিটিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।