ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ধর্ষণের হুমকির অভিযোগ শামীমের বিরুদ্ধে, যা বললেন অভিনেতা

স্টাফ রিপোর্টার

(২০ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। হঠাৎ করেই বিতর্কের মুখে পড়েছেন তিনি। সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেছেন। ধর্ষণের হুমকি ও মাদক সেবনসহ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ করেন প্রিয়াঙ্কা, যা নিয়ে গতকাল সন্ধ্যা থেকে তোলপাড় বিনোদন অঙ্গনে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন শামীম। তার ওপর আনা অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি। তার কথায়, সহশিল্পীকে কোন ধরনের হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোন ধরনের মাদকও সেবন করেননি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতাও নেই। গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা করো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই। অভিনেতার বিরুদ্ধে কেবল ধর্ষণের হুমকির অভিযোগই নয়, বরং মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে শামীম বলেন, মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি মিডিয়া ছেড়ে দেবো।

প্রিয়াঙ্কার আরো অভিযোগ ছিল, তার গায়ে হাত তুলেছেন শামীম। সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন অভিনেতা। বলেন, আমার ক্যারিয়ার আজ ১০ বছর হল। আমার অভিনয় জীবনে আমি কারো ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা বোন আছে। এছাড়া আমি কদিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পারবে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার কারণে প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান শামীম। বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে নিয়ে, এর তো একটা ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনও ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন, তাহলে সেটাই করবো।

পাঠকের মতামত

এদের জীবন এভাবেই পঙ্কিলতার ঘুর্ণাবর্তে অবিরাম চক্কর দিতে থাকে । যতদিন ওরা এই লাইনে থাকবে ততদিন এইরকম চলতেই থাকবে ।

Mohammed
৭ মে ২০২৫, বুধবার, ২:৫৫ অপরাহ্ন

এ আবার জনপ্রিয় অভিনেতা হলো কবে থেকে!?

বিবেক
৭ মে ২০২৫, বুধবার, ১১:৫২ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status