ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

নুসরাত ফারিয়ার পাশে বাঁধন

স্টাফ রিপোর্টার

(২২ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের শোবিজ জগতের অনেক তারকা এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার একটি ছবি শেয়ার করে আজ সকালে এক পোস্টে বাঁধন লিখেছেন, কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এরপর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন আরও লিখেছেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না।

১৮ মে দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এরপর আজ সকাল ৯টায় ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

আইন আইনের গতিতে চলবে, পাশে দাঁড়ানোর কি দরকার ? আইন কি বাপ দাদার তাল্লুক যে পাশে থেকে আসামি ছিনিয়ে নিবে ? ওদের ধরুন এবং আইনের আওতায় এনে বিচার করুন। আইন নিজস্ব গতিতেই চলবে, নিরপরাধ হলে এমনিতেই বের হয়ে আসবে, সেজন্য এত জ্বালাপোড়ার কি দরকার আছে ?

khokon
১৯ মে ২০২৫, সোমবার, ৯:১৫ অপরাহ্ন

ফেসিবাদের তেলবাজি করার কারনে শোবিজ তারকা এবং খেলোয়াড়রা তাদের জায়গাটি ধরে রাখতে পারেনি। তারকারা রাজনীতিমুক্ত থাকতে পারলে সাধারণ জনগণের কাছে আলাদা একটা সম্মানের পাত্রে পরিণত হতো। কিন্তুু তাদের কর্মফলে ফেসিবাদের সাথে তারাও আজ ঘৃনার পাত্রে পরিনত হয়েছে ।

jamal hossain
১৯ মে ২০২৫, সোমবার, ৭:২৩ অপরাহ্ন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে আজমেরী হক বাঁধনের প্রতিক্রিয়া আমার মনে ধরেছে। তিনি সঠিকই বলেছেন, ফারিয়ার কোনো দোষ নেই। ফ্যাসিবাদী শাসনের সঙ্গে তার সম্পর্ক নেই। বর্তমান পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। ন্যায়বিচারের অভাবে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। ফারিয়ার মুক্তি ও সুবিচার চাই।

মোস্তফা সরয়ার ফারুক
১৯ মে ২০২৫, সোমবার, ৫:৪০ অপরাহ্ন

শোবিজ তারকা এবং খেলোয়াড়রা এই দেশের আপামর জনতার মনিকোঠায় স্থান ছিলো। কিন্তু তারা সে জায়গাটি ধরে রাখতে পারেনি। এতো তেলবাজি করা কারোর জন্য সুখকর নয়। এই জগতের তারকারা রাজনীতিমুক্ত থাকতে পারলে সাধারণ জনগণের কাছে আলাদা একটা সম্মানের পাত্রে পরিণত হতো। ভবিষ্যতে সকলের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে।

শওকত আলী
১৯ মে ২০২৫, সোমবার, ৪:১১ অপরাহ্ন

নুসরাত ফারিয়া্র পাশে থাকার মাঝে যে কী মজা তা আমার চেয়ে ভাল আর কে জানে?

পলক
১৯ মে ২০২৫, সোমবার, ১:৩১ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status