বিনোদন
ঈদে আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
স্টাফ রিপোর্টার
২৪ মে ২০২৫, শনিবার
কোরবানির ঈদকে ঘিরে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ নির্মাণ করেছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। প্রায় দুই মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে কী হতে চলেছে সিরিজ জুড়ে! সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছেন আট অভিনেত্রী। তারা হলেন- তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি
ও আবেগ। ট্রেলারে দেখা যায়, ট্রাকচালক আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক অন্যরকম মানুষ। কোনো বউই একে-অপরের ব্যাপারে জানে না। তবে, আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ের পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ই জুন। অর্থাৎ এই দিনই ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পাবে ‘বোহেমিয়ান ঘোড়া’। পরিচালক অমিতাভ রেজা বলেন, আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বে এক চৌম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সব সময় এক গভীর দ্বন্দ্বে ভোগে।