বিনোদন
‘উপস্থাপনাকে সার্কাসে পরিণত করেছে কিছু উপস্থাপক’
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার.webp)
টিভি, স্টেজ শো, করপোরেট কিংবা খেলার মাঠ- সব দিকেই উপস্থাপনায় সরব ছিলেন ইসরাত পায়েল। এমনকি ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি উপস্থাপনা করেছেন। তবে, বেশ কিছুদিন এই উপস্থাপক উপস্থাপনার কাজ ছেড়ে মনোযোগ দিয়েছেন ব্যবসায়। ‘প্রাইম সেলুন’ নামে একটি গ্রুমিং ও স্টাইলিং সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ রোডে প্রতিষ্ঠানের নতুন শাখা উদ্বোধন করেছেন ইসরাত পায়েল। সেখানে অতিথি ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এদিকে, উপস্থাপনা কম করা প্রসঙ্গে পায়েল বলেন, মিডিয়াতে আগে আমরা যেভাবে উপস্থাপনার কাজ করতাম, এখন সেটা সার্কাস বা যাত্রাপালায় পরিণত করেছে কিছু উপস্থাপক। এরা গেস্ট এনে হেনস্তা করতে পারলে মনে করে কাজ সার্থক। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিউ ব্যবসা। এসব কারণে ধীরে ধীরে সরে গিয়ে ব্যবসায় যুক্ত হয়েছি। আমার প্রাইম সেলুনের সবগুলো শাখায় দেড় শতাধিক কর্মীর একটি পরিবার রয়েছে। তাদের নিয়ে আমি তৃপ্তির সঙ্গে কাজ করছি। এ ছাড়া তিনি আরও বলেন, যখন মিডিয়াতে কাজ করতাম নিয়মিত মেকআপ নিতে হতো। সেখান থেকে এর সঙ্গে ভালোবাসা জড়িয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেছি, ব্যবসাও প্রফিটেবল। সবমিলিয়ে ছেলে বা মেয়ের নিত্য-নতুন দিনে সৌখিন থাকতে গেলে সেলুনে আসতে হবে। সবকিছু বিবেচনা করেই এই ব্যবসায় যুক্ত হয়েছি। এ ছাড়া, এই উপস্থাপিকা বলেন, আমার যিনি পার্টনার তিনি ২৫ বছর ধরে এই কাজে অভিজ্ঞ। আমরা স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে থাকি। আমাদের সেবার মূল্য শুরু হয় ৫০ টাকা থেকে। এ ছাড়া, বিভিন্ন ডিসকাউন্ট দেয়া হয়ে থাকে। যা প্রত্যেকে কমবেশি অ্যাফোর্ট করতে পারে। উপস্থাপনায় ফেরার ইচ্ছা প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত হয়তো ফেরা হবে না। কারণ ব্যস্ততা এখন ব্যবসায়। তবে, খুব বেশি মনের মতো কিছু হলে হয়তো কাজ করতে পারি। সেটাও ডিপেন্ড করে।