বিনোদন
বিচ্ছেদ জল্পনার জবাব
বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৫, শুক্রবার
কান চলচ্চিত্র উৎসব নিয়ে সব দেশের তারকারাই অপেক্ষার প্রহর গুনতে থাকেন। সেই অপেক্ষার পালা শেষ করে সবার নজর এখন ফ্রান্সের দক্ষিণে। ক’দিন আগেই শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। এবারের কান উৎসবে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঐশ্বরিয়া। আবারো লাল গালিচায় ফিরে এসেছেন তিনি। প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন ঐশ্বরিয়া। যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটেছিলেন তিনি। কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন ঐশ্বরিয়া। এবার ২১শে মে তাকে দেখা গেল অন্যরকম এক অবতারে। দুধ সাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারো চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়লো অন্য কিছু। আর তা হলো- মাথা ভর্তি সিঁদুর। বি-টাউনের অলিগলিতে কান পাতলেই শোনা যায়, ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে। এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামামাত্রই অনুরাগীরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ। কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে, সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।