বিনোদন
তামান্নার কারণে বিক্ষোভ
বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৫, শনিবার
কন্নড় ভাষায় গান গাওয়ায় জোর-জুলুমের প্রতিবাদ করে কর্ণাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই কোণঠাসা সোনু নিগম। সেই ইস্যুর রেশ ঠাণ্ডা হতে না হতেই কর্ণাটকের এসবিআই কর্মীর কন্নড় বলায় আপত্তির ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এমন আবহে ফের ভাষা নিয়ে সুর চড়ালো কর্ণাটক। এবার তোপের মুখে তামান্না ভাটিয়া। সরকারি সাবানের বিজ্ঞাপনী দূত হিসেবে দক্ষিণী সুন্দরীকে বেছে নেয়ায় বেজায় চটেছেন সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভের পাহাড়। স্বাভাবিকভাবেই প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে সিদ্দারামাইয়ার সরকারকে। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিতর্কের জেরে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন কর্ণাটকের শিল্প-বাণিজ্যমন্ত্রী এমবি পাতিল। সদ্য তামান্নার নাম কর্ণাটকের সরকারি সাবান ‘মাইসোর স্যান্ডেল’-এর বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই প্রতিবাদের ঝড়। রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো? প্রশ্ন তুলে সমস্বরে আওয়াজ তুলেছে কর্ণাটকবাসীর একাংশ। অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন। জানা গেছে, ‘মাইসোর স্যান্ডেল’ সংস্থার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তামান্নার। যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন নায়িকা। সূত্রের খবর, ৬ কোটি ২০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন তামান্না। তবে, এই সংস্থাকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলেও সেটা ভালো মনে নেয়নি কর্ণাটকবাসীদের একাংশ।