বিনোদন
‘কেবিসি’র সঞ্চালনায় সালমান!
বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৫, শনিবার
অমিতাভ বচ্চনের জায়গায় এবার সালমান খান! ‘বিগবস’-এর সঞ্চালক হিসেবে সালমানকেই দেখতে অভ্যস্ত দর্শক। দর্শকের মতে, সালমানকে ছাড়া ‘বিগবস’ কল্পনাই করা যায় না। জানা যায়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবার সঞ্চালনা করবেন সালমান, যেটা আগে অমিতাভ বচ্চন করতেন। মোট ১৫টি সিজন সঞ্চালনা করেছেন অমিতাভ। চতুর্থ সিজন শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন।