বিনোদন
পাকিস্তানি সিরিয়ালের বিরুদ্ধে হুঁশিয়ারি আলভী’র
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
পাকিস্তানি সিরিয়াল আমদানির খবরে হুঁশিয়ারি দিলেন অভিনেতা যাহের আলভী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি যাহের আলভী লাউড এবং ক্লিয়ারলি বলছি, যে সকল বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সে চ্যানেলে আমার নাটক যাবে না। আমি সেই সকল চ্যানেলের কোনো নাটকে সজ্ঞানে অভিনয় করবো না। কারণ দেশের শিল্পী, টেকনিশিয়ানরা বেকার সময় পার করছে। এর মধ্যে বিদেশি সিরিয়াল মেনে নেয়া যায় না।