ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও কর্মসূচি চলছে

স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২১ অপরাহ্ন

mzamin

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এবার নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন থেকে কাকরাইল মোড়ে রাতভর অবস্থান করেছেন তার সমর্থকরা। সকালেও চলছে কর্মসূচি। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেখানে তাদের অবস্থান করতে দেখা যায়। সমর্থকরা জানান, রাতভর কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা।

কাকরাইল মোড়ে কয়েক শ সমর্থক অবস্থান করছেন। সারারাত অবস্থান করা কিছু নেতা-কর্মীকে বিশ্রাম নিতে দেখা যায়। সমর্থকদের কেউ কেউ আবার রাস্তায় বিছানো ত্রিপলে শুয়ে-বসে বিশ্রাম নিচ্ছেন।

এসময় ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘যমুনারে যমুনা, আমি কিন্তু যাব না’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে কয়েক হাজার মানুষ জড়ো হন সেখানে। অন্যদিকে দিনভর সমর্থকদের অবস্থানের পর সন্ধ্যায় অবস্থান কর্মসূচিস্থলে আসেন ইশরাক হোসেন। তিনি সেখানে ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সমর্থকদের সঙ্গে অবস্থান করবেন। এর আগে একইদিন দুপুরে ইশরাক হোসেন তার সমর্থকদের উদ্দেশ্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নতুন নির্দেশনা দেন।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। শপথ দিতে বিলম্ব করায় ইশরাক হোসেনের সমর্থকরা ‘নগরবাসী’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত

আগামীতে বিএনপি কেমন তা জানান দিল।

Bashar
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

এটা শুধু মেয়র হিসেবে শপথ গ্রহনের বিষয় নয়। এর সাথে মব সৃস্টিকারীদের লাগাম টেনে ধরা, নির্বাচন নিয়ে টালবাহানা রোধ করার বিষয় ও জড়িত।

AA
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

আগামী দুইদিন ছুটি, অতএব উচিত এদের দাবী দাওয়া আপাতত আজকেই না মেনে নেওয়া। থাকুক, দেখি এই ঝড় ব্রিস্টির দিনে ও রাতে রাস্তায় কিভাবে থাকতে পারে আরো তিনদিন।

Altaf Miah
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

পুলিশ আর আর্মি কি করে? বিএনপি রাস্তায় রাস্তায় জুন দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে

Babar-e-Azam
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৭ পূর্বাহ্ন

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র জনাব সাদেক হোসেন খোকার ছেলের কাছ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ হয় এধরনের কোন কর্মসূচীর আশা সাধারণ মানুষ করে না।

আব্দুল হালিম
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩২ পূর্বাহ্ন

সরি, জনগনের খেদমত করার জন্য জনদুর্ভোগ সৃষ্টি এ যেন আমরা সবাই রাজা? ( যেমন খুশি তেমন সাজ, যেমন খুশি তেমন কাজ, )

No name
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status