ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গ্রিসের ক্রিট উপকূলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মানবজমিন ডিজিটাল

(৪ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন

mzamin

বৃহস্পতিবার গ্রিসের ক্রিট উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ইউরোপীয় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এলুন্ডা থেকে ৫৮ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে সমুদ্রে। এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) সুনামির সতর্কতা জারি করেছে এবং গ্রীস, তুরস্ক, ইতালি, ফ্রান্স এবং পর্তুগালের মানুষদের  স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে। তুরস্ক ও ইসরায়েলের কিছু অংশ সহ এজিয়ান সাগর জুড়ে এই কম্পন অনুভূত হয়েছিল। পূর্ব ক্রিটের বাসিন্দারা EMSC ওয়েবসাইটে জানিয়েছেন যে তারা কম্পনটি অনুভব করেছেন, এমনকি কেউ কেউ বলেছেন যে তাদের বিছানা কাঁপতে শুরু করার সাথে সাথে তারা জেগে উঠেছিলেন, কিন্তু অন্যত্র  স্থানান্তরের কোনো নির্দেশ দেওয়া হয়নি। 

গ্রীক ফায়ার ব্রিগেড জানিয়েছে যে তাদের সমস্ত বাহিনী ক্রিট জুড়ে সজাগ রয়েছে, যদিও  এখনও পর্যন্ত সাহায্যের জন্য কোনও কল  তাদের কাছে আসেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। গ্রিসের দক্ষিণ উপকূলের কাসোস দ্বীপের কাছে মাত্র এক সপ্তাহ আগে ৬.১ মাত্রার একই ধরণের ভূমিকম্পের পর এই কম্পন অনুভূত হয়েছে। এথেন্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট অনুযায়ী, এবছর ২৬ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে গ্রীসের সাইক্লেডস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে  ১৮ হাজার ৪০০টিরও বেশি ভূমিকম্প হয়েছে। ক্রিট এবং এর আশেপাশের অঞ্চল দীর্ঘদিন ধরে ইউরোপের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত। গ্রীস ইউরোপের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর  মধ্যে একটি, যা আফ্রিকান এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে একটি  ফল্ট সীমানা বরাবর অবস্থিত। যদিও বেশিরভাগ ভূমিকম্পই মৃদু, তবুও মাঝে মাঝে শক্তিশালী ভূমিকম্প ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।   যেমন ২০২১ সালে ক্রিটের কাছে কেন্দ্রীভূত মারাত্মক ভূমিকম্পে অনেক সম্পদহানি হয়েছে।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status