অনলাইন
যা বললেন খোকন-কায়সার
ইশরাকের মেয়র পদে শপথ না পড়ানোর রিট খারিজ
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন

খোকন ও কায়সার।
হাইকোর্টের আদেশের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না দিলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হাইকোর্টের এই আদেশের পর ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।’ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই দুই আইনজীবী।
এর আগে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
আইনজীবী কায়সার কামাল আরও বলেন, ‘আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিষয়টি ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকে রিট খারিজের পর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।’
আর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘হাইকোর্ট ডিভিশন বলেছে এ মামলাটা এসেছে ট্রাইব্যুনাল (নির্বাচনী ট্রাইব্যুনাল) থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন (ট্রাইব্যুনালে মামলার বিবাদী হিসেবে), তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারেন। ট্রাইব্যুনালের সেই রায় কেউ চ্যালেঞ্জ করেনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট অনুসারে শপথ হবে।’
তিনি বলেন, ‘আদালত অবজারভেশন দিয়ে রিট খারিজ করেছেন। ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। আগামী ২৬ মের মধ্যে শপথ দিতে হবে। একটা মহল শপথ নিতে বাধা দেয়ার চেষ্টা করেছিল। সেটা ব্যর্থ হয়েছে। যদি শপথ না দেয়া হয়, সেটা আদালত অবমাননা হবে।’