অনলাইন
অতীত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ঐক্য চাইলেন উপদেষ্টা মাহফুজ
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:২১ অপরাহ্ন

নিজের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য এবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে দেশপ্রেমিক শক্তির ঐক্যেরও ডাক দেন তিনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিবেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্টীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যত রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’
পাঠকের মতামত
বর্তমান সময়ের সেরা ফিতনাবাজ, তার কারণে এনসিপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে।
You and asif should be resign as soon as possible. It will be better for bangladesh.
Actually you are the joker, immature. you should resign.
you are immature person, you should resign as soon as possible
উপদেষ্টা পদ রক্ষার শেষ চেষ্টা! আদর্শের প্রশ্নে এত ঘন ঘন পল্টি খেলে মানুষ সুবিধাবাদী হিসাবে চিহ্নিত করে দূরে সরিয়ে দিবে - যা একজন নেতা হয়ে উঠার পথে বিরাট অন্তরায়।
Not a Trusted person .
তুমি যত দ্রুত পদত্যাগ করবা ততই দেশের জন্য মঙ্গল হবে,