অনলাইন
ইশরাকের মেয়র পদ নিয়ে রিট
যা বলা হয়েছে খারিজের আদেশে
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের বৈধতা নিয়ে রিট খারিজের আদেশ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়।
আদেশে বলা হয়, এই রিটের যেসব আবেদনকারীরা জনস্বার্থে মামলা দায়ের করেছেন। জনস্বার্থে মামলা বলতে যা বোঝায়, এটি সে ধরনের মামলা না। এই মামলাটির জন্য আবেদনকারীরা উপযুক্ত না। তাছাড়া নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনালে উপযুক্ত ব্যক্তিকে যেতে হবে। এই রিটের আবেদনকারীরা এই মামলার সরাসরি ক্ষতিগ্রস্ত পক্ষের কেউ না। আদেশের বিষয়ে আইনজীবীরা বলেন, যারা এই মামলাটি করেছিলেন, তাদের আসলে এই মামলাটা করারই কোনো এখতিয়ার ছিল না। জনস্বার্থের মামলা করার কিছু ক্রাইটারিয়া রয়েছে, সেই ক্রাইটারিয়া ফুলফিল করেনি। তাছাড়া এই মামলায় কনটেস্টিং পার্টির কেউ কনটেস্টও করেননি। মূলত ইসি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই মামলার কনটেস্টি পার্টি। এসব কারণে মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এর আগে সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা কেটে যায় বলে জানান তার আইনজীবীরা।
২০২০ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩রা মার্চ মামলা করেন ইশরাক। ছাত্র আন্দোলনের পর গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে গত ২৭শে মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়। পরে মামুনুর রশিদ নামে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন।
পাঠকের মতামত
How declared as a Mayor by Mr Israk ? Because he was allegation to Election Commission to cancellation the Result of City Corp Election-2020. It is not Right Verdict in favor of Mr Israk